Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পৃথিবীর সেরা ৫টি SEO Tools। না দেখলে SEO Expert হতে পারবেন না

আসসালামুয়ালাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। আজকাল অনেকেই ব্লগিং শুরু করেছেন আবার অনেকেই ফ্রিলেন্সার (যারা SEO এর কাজ করেন তাদের উদ্দেশ্য করে বলছি) হিসেবে কাজ করছেন। দুই ক্ষেত্রেই SEO জানা অনেক দরকার।
 অনেকেই SEO নিয়ে অনেক ঘাটাঘাটি করে অনেক কিছু জেনেছেন আবার অনেকে কোথায় থেকে শুরু করবেন তাও ঠিক করতে পারেন নাই। যা হোক আজ আমি আপনাদের ৫টি SEO টুলের সাথে পরিচয় করিয়ে দিব যা সব এক্সপার্টরা ব্যবহার করে থাকে। চলুন কথা না বাড়িয়ে টুল গুল দেখে নেয়া যাক।

১। Moonsy: এটা আমার অত্যন্ত প্রিয় টুল। এটি একটি টুল নয় বরং অনেক গুল টুল এর একটি বান্ডেল। এতে Google keyword position checker, mozRank checker, Page Authority checker, Backlinks checker সহ আরো অনেক টুল আছে।
২। Chkme: এটি একটি সাধারন কিন্তু খুবই উপকারী টুল যার মাধ্যমে on page SEO score চেক করা যায়।
৩। Smallseotools: এটি প্রথম টুল এর মতই একটি বান্ডেল টুল প্যাক। এতে Plagiarism Checker, Article Rewriter, Link Tracker, Backlink Checker, Domain Age Checker , Meta Tags Analyzer , Website Page Speed Checker সহ আরো অনেক প্রয়োজনীয় টুল আছে।
৪। Ahrefs: এটি অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাকলিংক চেকার টুল। এতে আপনি ব্যাকলিংক এর সংখা, সোর্স ডোমেইন, এঙ্কর টেক্সট ইত্যাদি জানতে পারবেন। প্রয়োজনে ব্যাকলিংক সোর্স গুল ডাউনলোড করে সেভ করেও রাখতে পারবেন।
৫। Netpeak Checker: ভাল র‍্যাঙ্কিং এর জন্য শুধু  SEO আর Article লিখলেই হবে না। আপনার competitor দের উপরও নজর রাখতে হবে। এই টুল এর মাধ্যমে আপনি আপনার কম্পেটিটরদের ট্র্যাক করতে পারবেন। মানে, তাদের র‍্যাঙ্কিং, ব্যাকলিঙ্ক সংখা ইত্যাদি অনেক তথ্য একসাথে দেখতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ