যাদের DVD-Writter নাই এবং যারা পেনড্রাইভ থেকে উইন্ডোজ সেভেন সেটআপ
দিতে চান তাদের জন্য আজকে আমার এই লেখা। ডেক্সটপ এর DVD rom নষ্ট হলে বা
যাদের নেটবুক আছে তাদের জন্য এই লেখা । ভাই আমার নিজের কম্পিউটার এ ১০০ ভাগ
পরিক্ষা করে পোস্ট লিখেছি কারন আমার PC টারও DVD rom নাই।
এই কাজের জন্য আপনার লাগবেঃ
১. একটি USB Pendrive কমপক্ষে ৮ গিগাবাইট
২.Windows7 CD অথবা Windows File কপি করা থাকতে হবে
৩.command prompt (cmd prompt) সম্পর্কে সামান্য ধারনা
এবার নিচের ধাপগুলি অনুসরন করুনঃ
১. যেকোন ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭ ইনস্টলেশন ডিভিডি ঢুকিয়ে “Boot” ফোল্ডার খুঁজে বের করুন। অথবা কপি করা উইন্ডোজ ফাইল থেকে "Boot" ফোল্ডার এবং এই “Boot” ফোল্ডার থেকে "bootsect.exe" ফাইলটি কপি করে আপনার হার্ড ডিস্কের যেকোন ড্রাই্ভে (ধরা যাক D ড্রাইভে) পেস্ট করুন (কোন ফোল্ডারে পেস্ট করবেন না, D ড্রাইভের রুটে পেস্ট করুন)।
২. এবার আপনার পেন ড্রাইভটি NTFS ফরম্যাটে ফরম্যাট করুন।
৩. স্টার্ট মেন্যু থেকে command prompt অপশন এর রাইট বাটনে ক্লিক করে "Run as administrator" হিসেবে চালু করুন।
৪. command prompt এ D: লিখে এন্টার চাপুন । (যেখানে"bootsect.exe" ফাইলটি কপি করে রেখেছেন)
৫. এবার bootsect.exe/nt60 G: লিখে এন্টার চাপুন (যেখানে G হল আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার)
এতে আপনার পেনড্রাইভে bootmgr code আপডেট হবে।
(এতেই তৈরি হয়ে গেল আপনার বুটেবল ইউএসবি/পেন ড্রাইভ)
৬. এখন উইন্ডোজ ইন্সটলেশন ডিভিডির সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে।(সরাসরি কপি করুন কোন ফোল্ডার করে কপি করবেন না)
৭. কম্পিউটার রিস্টার্ট করুন এবং মনিটর এ লক্ষ রাখুন বুট মেনু এর জন্য কীবোর্ড এর কোন একটি বোতাম চাপতে বলবে অথবা বায়োস থেকে boot priority হিসেবে আপনার ইউএসবি/পেনড্রাইভ সিলেক্ট করুন।
এখন পিসি নিজেই সেটআপ নিবে পরবর্তী ধাপ গুলো আপনার পারার কথা না পারলে উইন্ডোজ সেটআপ ডিস্ক এ লিখা অনুসরন করুন ।
৮. উইন্ডোজ ইন্সটল করুন কোন ঝামেলা ছাড়াই এবং তুলনামুলক কম সময়ে।
এই কাজের জন্য আপনার লাগবেঃ
১. একটি USB Pendrive কমপক্ষে ৮ গিগাবাইট
২.Windows7 CD অথবা Windows File কপি করা থাকতে হবে
৩.command prompt (cmd prompt) সম্পর্কে সামান্য ধারনা
এবার নিচের ধাপগুলি অনুসরন করুনঃ
১. যেকোন ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭ ইনস্টলেশন ডিভিডি ঢুকিয়ে “Boot” ফোল্ডার খুঁজে বের করুন। অথবা কপি করা উইন্ডোজ ফাইল থেকে "Boot" ফোল্ডার এবং এই “Boot” ফোল্ডার থেকে "bootsect.exe" ফাইলটি কপি করে আপনার হার্ড ডিস্কের যেকোন ড্রাই্ভে (ধরা যাক D ড্রাইভে) পেস্ট করুন (কোন ফোল্ডারে পেস্ট করবেন না, D ড্রাইভের রুটে পেস্ট করুন)।
২. এবার আপনার পেন ড্রাইভটি NTFS ফরম্যাটে ফরম্যাট করুন।
৩. স্টার্ট মেন্যু থেকে command prompt অপশন এর রাইট বাটনে ক্লিক করে "Run as administrator" হিসেবে চালু করুন।
৪. command prompt এ D: লিখে এন্টার চাপুন । (যেখানে"bootsect.exe" ফাইলটি কপি করে রেখেছেন)
৫. এবার bootsect.exe/nt60 G: লিখে এন্টার চাপুন (যেখানে G হল আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার)
এতে আপনার পেনড্রাইভে bootmgr code আপডেট হবে।
(এতেই তৈরি হয়ে গেল আপনার বুটেবল ইউএসবি/পেন ড্রাইভ)
৬. এখন উইন্ডোজ ইন্সটলেশন ডিভিডির সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে।(সরাসরি কপি করুন কোন ফোল্ডার করে কপি করবেন না)
৭. কম্পিউটার রিস্টার্ট করুন এবং মনিটর এ লক্ষ রাখুন বুট মেনু এর জন্য কীবোর্ড এর কোন একটি বোতাম চাপতে বলবে অথবা বায়োস থেকে boot priority হিসেবে আপনার ইউএসবি/পেনড্রাইভ সিলেক্ট করুন।
এখন পিসি নিজেই সেটআপ নিবে পরবর্তী ধাপ গুলো আপনার পারার কথা না পারলে উইন্ডোজ সেটআপ ডিস্ক এ লিখা অনুসরন করুন ।
৮. উইন্ডোজ ইন্সটল করুন কোন ঝামেলা ছাড়াই এবং তুলনামুলক কম সময়ে।
0 মন্তব্যসমূহ